কোনটি সঠিক কালেমা তাই্য়্যিবা? আপনি কি সঠিক কালেমা বলছেন ?

কোনটি সঠিক কালেমা তাই্য়্যিবা???

১) "লা ইলাহা ইল্লাল্লাহ"।
২) "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ"।

রাসুল(সাঃ) বলেছেনঃ "কেউ যদি দ্বীনের মধ্যে এমন কিছু সৃষ্টি করে, যেখানে আমার কোন নির্দেশনা নাই, তবে তা প্রত্যাখ্যাত"।
***মুত্বাফাক আলাইহ; রিয়াদুস সালেহীনঃ পৃঃ ১৩২।
অতএব, আমরা এমন কোন আমল বা ইবাদত করবো না, যাহা দ্বীনের অন্তর্ভুক্ত নয় এবং যেখানে রাসুল(সাঃ)-এর নির্দেশনা নাই।

"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এই কালেমাটি আমরা নিয়মিত আমল করি বা পড়ি। অথচ, এই কালেমাটির স্বপক্ষে কুরআন কিংবা হাদিসের কোন দলিল নাই। আমরা কিভাবে এই কালেমাটি পেলাম? কে আমাদের এই কালেমাটি শিক্ষা দিয়েছে? এই কালেমাটিকে আমরা ছোটবেলা থেকেই "কালেমা তাইয়্যিবা" বা শাহাদাহ বলে জেনেছি।
"লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এই কালেমার স্বপক্ষে যদি কোন দলিল না থাকে তাহলে আমরা এবং আমাদের পূর্ব-পুরুষরা এই কালেমা পেয়েছি কিভাবে? কে বানিয়ে দিয়েছে এই কালেমা?

রাসূল(সাঃ) বলেছেন, ইসলামের স্তম্ভ পাঁচটি জিনিসের উপর। তা হলোঃ
১) এ কথার সাক্ষ্য দেয়া যে, আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই এবং মুহাম্মদ(সাঃ) তাঁর দাস ও প্রেরিত রাসুল।
২) সালাত কায়েম করা।
৩) যাকাত আদায় করা।
৪) রমজানের রোজা রাখা।
৫) হজ্ব পালন করা।
***বুখারী, মুসলিম, মিশকাত।

অনুরূপ আরও একটি হাদিসঃ

উবায়দুল্লাহ ইবন মুসা(রাঃ)- ইবনে উমর(রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেনঃ রাসুল(সাঃ) ইরশাদ করেনঃ ইসলামের ভিত্তি পাচটি। যথাঃ
১) আল্লাহ ছাড়া কোন ইলাহ নাই এবং মুহাম্মদ(সাঃ) আল্লাহর রাসুল এ কথার সাক্ষ্য দান।
২) সালাত কায়েম করা।
৩) যাকাত আদায় করা।
৪) হজ্ব পালন করা।
৫) রমজানের রোজা রাখা।
***বুখারী।
উপরের হাদিস অনুসারে, "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" এই কালেমার কি কোন মিল আছে?

কুরআন এবং সহিহ হাদিস অনুসারে শাহাদাহ হলঃ "লা ইলাহা ইল্লাল্লাহ"।

কুরআনে অনেক যায়গায় আল্লাহ বলেছেনঃ "লা ইলাহা ইল্লাল্লাহ"।
সুরা আল-নমল -এর ৬০-৬৪ নম্বর আয়াত সমুহে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন - তার সাথে অন্য কোন ইলাহ নাই।

শাহাদাহ বা শাহাদাতাঈন সম্পর্কে হাদিস দেখুনঃ

(1) Narrated 'AbdulLah: When we prayed with the Prophet we used to say, "Peace be on AlLah from His slaves and peace be on so and so." The Prophet said, "Don't say As-SaLam be on AlLah, for He Himself is As-SaLam, but say, 'At-tahiyatu lil-Lahi was-saLawatu wat-taiyibatu. As-saLamu 'ALaika aiyuhan-Nabiyu warahmatu-l-Lahi wa barakatuhu. As-saLamu 'aLaina wa 'aLa ibadilLahis-salihin. (If you say this then it will be for all the sLaves in heaven or between heaven and earth). Ashhadu an La-ILaha IlLalLahu wa ashhadu anna Muhammadan 'Abduhu wa Rasuluhu.' Then select the invocation you like best and recite it." (See Hadith No. 794, 795 & 796). (Book #12, Hadith #797). ***Bukhari.
(2) Narrated Ibn 'Abbas: AlLah's Apostle used to say at a time of distress, "La ILaha ilLal-Lahu Rabbul-l-'arsh il-'azim, La ILaha IlLalLahu Rabbu-s-samawati wa Rabbu-l-ard, Rabbu-l-'arsh-il-Karim." (Book #75, Hadith #357). ***Bukhari.

(3) Narrated Al-Musaiyab: When the death of Abu Talib approached, AlLah's Apostle came to him and said, "Say: La ILaha IlLalLah, a word with which I will be able to defend you before AlLah." (Book #78, Hadith #672)
***Bukhari.

রাসুল(সাঃ) বলেছেনঃ শাহাদাহ হল- "লা ইলাহা ইল্লাল্লাহ"।
***সহিহ বুখারীঃ ৪২; সহিহ মুসলিমঃ ৩৩।
রাসুল(সাঃ) বলেছেনঃ
"আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ"।
***সহিহ বুখারীঃ ৭।
রাসুল(সাঃ) আরও বলেছেনঃ
"আশহাদু আন-লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু"।
***সহিহ বুখারীঃ ৭৯৩।

অতএব, আমরা দলিল ছাড়া কেন কালেমা তাই্য়্যিবা হিসাবে "লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ" পড়বো? দলিল অনুসারে আমরা এই কালেমা পড়বোঃ "লা ইলাহা ইল্লাল্লাহ"।

রাসুল(সাঃ) বলেছেনঃ "যদি তোমার দ্বারা একজন ব্যক্তিকেও আল্লাহ হেদায়েত দান করেন তাহলে, সেটি তোমার জন্য একটি লাল উটের চাইতে উত্তম হবে"।
***বুখারীঃ ৪২১০।

~By Shakil Talukdar~