আশরাফ আলী থানভীর প্রতিতামহ আর্থাৎ পর –দাদা মুহাম্মাদ ফরিদ সম্পর্কে খাজা আযীযুল হাসান মাজযূব/

আশরাফ আলী থানভীর প্রতিতামহ আর্থাৎ পর –দাদা মুহাম্মাদ ফরিদ সম্পর্কে খাজা আযীযুল হাসান মাজযূব/ 

পাগল “আশরাফুস্ সাওয়ানেহ্”/বাংলা আশরাফ রচিত গ্রন্থে বর্ণনা করেনঃ পীর সামাউদ্দীন নামে জৈনক বুযুর্গের মাযরের সন্নিককটে এক বিশেষ ঘটনায় হযরতের প্রতিতামহ শহীদ হয়ে তথায়ই সমাহিত হন ।

প্রথম দিকে অনেক দিন যাবৎ তাঁর উরসও/[উরসুন মানে,বিবাহ উৎসব,বাসর যাপন বিবাহের খানা, আল-কাওসার অবিধান -৩৩০পৃঃ] হতে থাকে । তিনি এক বরযাত্রী দলের সহযাত্রী ছিলেন । পথি মধ্যে ডাকতের আক্রমণ হয় । তাঁর কাছে তীর ও ধনুক ছিল,সাহসিকতার সঙ্গে ডাকাতদের প্রতি তীর নিক্ষেপ শুরু করলেন । কিন্তু ডাকাত দল সংখ্যায় অনেক,এ দিকে তাঁর নিঃসানবল৲ অবস্থা । শেষ পর্যন্ত মুকাবিলায় না পেরে শাহাদাত বরণ করলেন ।

শহীদ হওয়ার পর একটি আশ্চর্য ঘটনা ঘটে। রাতে জীবিত মানুষের ন্যায় তিনি ঘরে আগমন করেন এবং নিজ পরিবারের লোকদের মিষ্টি এনে দিয়ে বললেন,কারো কাছে প্রকাশ না করলে এ রুপে প্রতিদিন আসব । কিন্তু বাচ্চাদের মিষ্টি খেতে দেখে বাড়ীর অন্য লোকেরা সন্দেহ করবে মনে করে পরিবারের লোকেরা ঘটনাটি প্রকাশ করে দিল । এর পর তিনি আর তাশরীফ আনেননি । (আশরাফুস্ সাওয়ানেহ্ ১ম খণ্ড ১২পৃঃ আশরাফ চরিত, ৪৩ পৃঃ)
—