* মুক্তি প্রাপ্ত দল কোনটি *.............১

* ১ আল্লাহ ত'আলা বলেনঃ   وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّـهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا  আর তোমরা সকলে আল্লাহর রজ্জুকে সুদৃঢ় হস্তে ধারণ কর; পরস্পর বিচ্ছিন্ন হয়ো না।  

* ২ এবং তিনি বলেনঃ   وَلَا تَكُونُوا مِنَ الْمُشْرِكِينَ ﴿٣١﴾ مِنَ الَّذِينَ فَرَّقُوا دِينَهُمْ وَكَانُوا شِيَعًا ۖ كُلُّ حِزْبٍ بِمَا لَدَيْهِمْ فَرِحُونَ ﴿٣٢  এবং মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ো না। (31) যারা তাদের ধর্মে বিভেদ সৃষ্টি করেছে এবং অনেক দলে বিভক্ত হয়ে পড়েছে। প্রত্যেক দলই নিজ নিজ মতবাদ নিয়ে উল্লসিত। (32) (আর রূম ৩১-৩২ )

* ৩ রাসূল  (সাঃ ) বলেনঃ "আমি তোমাদেরকে আল্লাহর-ভীতি এবং (নেতার নেতৃত্ব ) মানা ও আনুগত্য করতে অসিয়ত করছি, যদিও তোমাদের  নেতা একজন হাবশী ক্রীতদাসও হয় . যেহেতু তোমাদের মধ্যে যে ব্যক্তি (আমার মৃত্যুর পরও জীবিত থাকবে সে বহু মতভেদ দেখতে পাবে . সুতরাং তোমরা আমার সুন্নত (আদর্শ ) অবলম্বন করো , তা শক্ত করে ধারণ করো এবং দন্ত দ্বারা দৃঢ়ভাবে ধরো . আর অভিনব কর্মাবলী হতে দূরে থেকো . যেহেতু  প্রত্যেক  অভিনব কর্ম  বিদ'আত , প্রত্যেক বিদ'আত ভ্রষ্টতা এবং প্রত্যেক ভ্রষ্টতা জাহান্নাম (নিয়ে যায় )''  হাদীসটিকে নাসাঈ এবং তিরমিযী বর্ণনা করেছেন , তিরমিযী বলেন, হাদীসটি হাসান সহীহ ) 

* ৪  তিনি আরো বলেন , "সাবধান! তোমাদের পূর্ববর্তী আহলে কিতাব (ইয়াহুদ  ও নাসারা) রা ৭২ দলে  বিভক্ত হয়েছে , আর এই মিল্লত (উম্মত) ৭৩ দলে বিভক্ত হবে ; ৭২ টি দল জাহান্নামে যাবে এবং একটি যাবে জান্নাতে আর সেটি হল জামাআত " .  হাদীসটিকে আহমদ প্রমুখ বর্ণনা করেছেন এবং হাফেজ হাদীসটিকে হাসান বলেছেন  

দ্বিতীয় এক বর্ণনায় তিনি বলেন , "কেবল একটি দল ব্যতীত সবগুলি জাহান্নামে যাবে ; যে দলটি আমি ও আমার সাহাবার মতানুসারী হবে " . (হাদীসটিকে  তিরমিযী বর্ণনা করেছেন এবং আলবানী সহীহুল জামে (৫২ ১৯)তে এটিকে হাসান বলেছেন )

* ৫ ইবনে মাসঊদ  রাঃ হতে বর্ণিত তিনি বলেন , " রাসূলে সাঃ আমাদের জন্য  স্বহস্তে একটি রেখা টানলেন, অত :পর তিনি বললেন , এটি আল্লাহর সরল পথ " .  অত :পর ঐ রেখার ডাইনে  ও বামে  কতগুলি রেখা টেনে বললেন, এগুলি 'বিভিন্ন পথ ' এই পথগুলির প্রত্যেকটির উপর একটি করে শয়তান আছে যে ঐ পথের প্রতি মানুষকে আহ্বান করে " অত:পর তিনি আল্লাহ তা'আলার এই বাণী পাঠ করলেন , وَأَنَّ هَـٰذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ ۖ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَن سَبِيلِهِ ۚ ذَٰلِكُمْ وَصَّاكُم بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ   তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যেন তোমরা উপদেশ গ্রহণ কর। নিশ্চিত এটি আমার সরল পথ। অতএব, এ পথে চল এবং অন্যান্য পথে চলো না। তা হলে সেসব পথ তোমাদেরকে তাঁর পথ থেকে বিচ্ছিন্ন করে দিবে। তোমাদেরকে এ নির্দেশ দিয়েছেন, যাতে তোমরা সংযত হও।( সুরা আনআম ১৫৩) ( হাদীসটি সহীহ, এটিকে আহমদ ও নাসাঈ বর্ণনা করেছেন )

 * ৬ শায়ক (পীর ) আব্দুল কাদের জীলানি তাঁর গ্রন্থ 'গুনয়্যাহ' তে বলেন , " আহলে সুন্নাহ আল জামাআতই ফির্কাহ নাজিয়াহ ( মুক্তিপ্রাপ্ত দল ) . এবং আহলে সুন্নাহর একটি নাম ছাড়া অন্য কোন নাম নেই . আর তা হল  আসহাবুল হাদীস .


* ৭ আল্লাহ সুবহানাহু তা'আলা আমাদেরকে আদেশ করেন যে , আমরা যেন কুরআন করীমকে শক্ত ভাবে ধারণ করি এবং সেই মুসরেকিন (পৌত্তলিক) দের দলভুক্ত না হই যারা স্বধর্মে বিভিন্ন দল ও জামাআত সৃষ্টি করে বিচ্ছিন্ন হয়ে পড়েছে .  রাসূল করীম (সাঃ) আমাদেরকে  জানান যে, ইয়াহুদ  ও খ্রীষ্টানরা বহু দলে বিভক্ত হয়েছে আর মুসলিমরা তাদের চেয়ে আরো অধিক দলে বিভক্ত হবে . সত্য পথ হতে  বিচ্যুত হওয়ার কারনে এবং আল্লাহর কিতাব ও নবীর সুন্নাহ হতে দূরে থাকার ফলে এই সকল ফির্কাহগুলি জাহান্নামের শিকার হবে . এদের মধ্যে একটি ফির্কাহই জাহান্নাম হতে মুক্তি লাভ করবে জান্নাত প্রবেশ করবে; আর এই ফির্কাহ হল সেই জামাআত যে কিতাব ও সহীহ সুন্নাহ এবং রাসূল (সাঃ) এর চরিত্রকে (নিজেদের আদর্শরূপে ) শক্ত ভাবে ধারণ করবে . 

হে আল্লাহ আমাদেরকে ফির্কাহ নাজিয়াহর দলভুক্ত কর . এবং সমগ্র  মুসলমানকে ঐ দলভুক্ত হওয়ার তাওফীক দান করুন .