মা-বাবার জন্য উত্তম আমল ।

رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا
রাব্বির হা'হুমা-কামা- রাব্বাইয়ানী ছাগীরা
হে আমার প্রতিপালক! (পিতা মাতার) তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন৷

বনী ইসরাঈল ২৪ নং আয়াতের অংশ । আল্লাহ তালা স্বয়ং তাকে ইবাদত করার পর পিতা-মাতার সাথে উত্তম ব্যবহারের আদেশ দিয়েছেন । তাদের সাথে "ওউ" শব্দটিও উচ্চারন করতে কুরআন মজিদে কঠিন ভাবে নিষেদ করেছেন ।
সহীহ হাদীসে এসেছে .মৃত্যুর পর মা-বাবার জন্য নেক সন্তান দোয়া করলে আল্লাহ কবুল করেন ।
সংশ্লিষ্ট সবার প্রতিনিয়ত এই দোয়া পড়া উচিত ।