✘✘মাইয়্যেতের গোসল✘✘বেহেশ্তী জেওর’

✘✘মাইয়্যেতের গোসল✘✘

১।এই রূপে গোসল হইয়া গেলে গোসলদাতা তাহার নিজের শরীরের সঙ্গে টেকলাগাইয়া মোর্দাকে কিঞ্চিৎ বসাইবে এবং আস্তে আস্তে তাহার পেটের উপর মালিশ করিবে। ইহাতে পেট হইতে যদি কিছু পায়খানা বাহির হয়, তবে কুলুখ করাইয়া শুধু ময়লাটা ধুইয়া দিবে। এই ময়লা বাহির হওয়াতে মোর্দার ওযূ গোসল টুটিবেনা। কাজেই ওযূ গোসল দোহরাইতে হইবে না। (মূল ১৭৩/৩ বাংলা ২১১/৩)

২।যদি স্ত্রী মারা যায় তাহলে স্বামীর জন্য শরীর স্পর্শ এবং হাত লাগানো দূরুস্ত নয়। (মূল ১৭৪/৮ বাংলা ২১২/৮)

৩।কাফনের মধ্যে পীরের রুমাল ইত্যাদি বরকতের জন্য সঙ্গে দেওয়া জায়েয আছে। (মূল ১৭৫/৯ বাংলা ২১৪/৯)

৪।পানিতে ডুবিয়া কেহ মারা গেলে..... অবশ্য পানি হইতে উঠাইবার সময় যদি গোসলের নিয়্যত করিয়া পানিতে নাড়া চাড়া দিয়া উঠায়, তবে তাহাতে গোসল হইয়া যাইবে। (মূল ১১ খন্ড ৯৪১/১ বাংলা ২১২/১)

✔[বেহেশ্তী জেওর’ থেকে মাসায়েল নকল করার ক্ষেত্রে এই তরীকা ইখতিয়ার করা হয়েছে যে, মাসআলার শুধু ঐ অংশটুকু তুলে ধরা হয়েছে যা আপত্তিকর বা সমালোচনা যোগ্য এবং আমাদের নিকট এ সম্পর্কে দ্বীন ইসলামের কোন দলীল মেলেনী বা আমরা পাইনি (যদি কোন মুহাক্বীক্ব আলিমের নিকট কুরআন সহীহ সুন্নাহর দলীল মিলে আমাদের জানালে নির্দ্ধিধায় মেনে নেব)।]

✔[আমাদের উলামাহ মাযহাবে হানাফিয়াদের নিকট অনুরোধ হল, বেহেশ্তি জেওর এর থেকে উদ্বৃত বা নকল করা ঐ সমস্ত হানাফি ফিকাহ্ মাসায়েল সম্পর্কে কুরআন মাজীদের কোন আয়াত অথবা সহীহ হাদীস থেকে কোন দলীল পেশ করুন। অর্থাৎ এই আমল ও আহকাম (বিধি-বিধান) এর হুকুম বা নির্দেশ আল্লাহ তা’আলা ও তার রসূল (স:) দিয়েছেন কিনা জানাবেন। অনুগ্রহ পূর্বক (যঈফ) দুর্বল (মওযূ) জাল হাদীস অথবা (আকওয়ালুর রিজাল) ব্যক্তি বিশেষের মতামত পেশ করার কষ্ট করবেন না।]

✔[‘বেহেশ্তী জেওর’ থেকে দলীল গ্রহণের ক্ষেত্রে এখানে দুটি কিতাব অনুসরন করা হয়েছে একটি মূল গ্রন্থ যা ‘দারুল ইশাআত করাচী’ (১৪০১ হি: ১ম অক্টবর ১৯৮১) অবলম্বনে। অনুরূপ বাংলা কিতাব এমদাদিয়া লাইব্রেরী, চকবাজার, ঢাকা, পূনমুদ্রণ, মার্চ ২০১০ ইং। অবলম্বনে। বেহেশতী জেওরের বাংলা অনুবাদক শামছুল হক ফরিদপুরী অনেক স্থানে পূর্নাঙ্গ অর্থ করেন নাই। সেক্ষেত্রে এখানে মুল কিতাব অবলম্বনে পূর্ন অর্থও সংযুক্ত করে উপস্থাপন করা হয়েছে , যাতে পাঠকগণ বুঝতে পারেন যে, বাংলায় না থাকলেও বিষয়টি মূল কিতাবে আছে]