আরবদের এক প্রকার খানা كبسة ضبان হালাল!

নবী করিম (সাঃ) ঝাব এর গোস্ত খাননি কিন্তু মানাও করেননি!ضب ঝাব ঘূই সাপ না ঘূই সাপের মতনই কাছা কাছি, ঝাব মরুভূমি তে পাওয়া যায় এছাড়া ইন্ডিয়া রাজেস্তান-এ ঝাব পাওয়া যায় মরু এলাকায় ও পাহাড় এলাকায় পাওয়ায়,আবার আমাদের দেশের একশ্রেনীর জাহেলরা আবার ঘূই সাপ' ঝাব মনেকরে খায়. ضب বা ضبان নবী করিম সাঃ নিজে খাননি বরং ওনার রুচি হয়নি তিনি বলেছেন তার রুচি হয়নি বা হচ্ছেনা ,তবে নবী করিম (সাঃ) তার সাহাবারা তার সামনে তার দফতর খানায় বসে খেয়েছেন নিষেদও করেননি এবং তিনি খাননি ,তার মানে হালাল অনুমতি দিয়েছেন তোমরা খেতে পারো.আমার রুচি হচ্ছেনা আমি খাবনা .






















































শেষ মেষ এক কাফ লাল চা



কারো মনে চাইলে নিজ দায়িত্বে খাইতে পারেন